পঞ্জাবের কাছে ৫ রানে হারলো হায়দরাবাদ

  26-09-2021 01:00AM

পিএনএস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের দুঃসময়ের কাণ্ডারি ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স খুব বেশি ভালো না হলেও জায়গা পেতে পারতেন বিশ্বকাপ দলে। জেসন হোল্ডারকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শেষ পর্যন্ত রাখেনি ওয়েস্ট ইন্ডিজ। সেটির জবাবই যেন আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে। তাতে অবশ্য জেতেনি তার দল সানরাইজার্স হায়দরাবাদ।

শনিবার শারজাহতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। শুরুতে ব্যাট করতে নেমে ২৬ রানের উদ্বোধনী জুটি পায় পাঞ্জাব। ৬ বলে ৫ রান করে মায়াঙ্ক আগারওয়াল সাজঘরে ফিরলে এই জুটি ভাঙে। ২১ বলে ২১ রান করে আউট হন আরেক ওপেনার লোকেশ রাহুল। তাকেও ফেরান হোল্ডার।

এদিন নিজের রান বড় করতে পারেননি ক্রিস গেইলও। ১৭ বলে ১৪ রান করে রশিদ খানের শিকার হন তিনি। ৩২ বলে ২৭ রান আসে এইডেন মার্করামের ব্যাটে। তার আউটের পর কোনো ব্যাটসম্যানই দলের হাল ধরতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রানে থামে পাঞ্জাব। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিন উইকেট নেন হোল্ডার।

পাঞ্জাবকে জবাব দিতে নেমে প্রথম ওভারেই ওপেনার ডেভিড ওয়ার্নারকে হারায় হায়দরাবাদ। ৩ বলে ২ রান করে আউট হন তিনি। ব্যর্থ হন অধিনায়ক কেন উইলিয়ামসনও। ৬ বলে ১ রান করেন তিনি। ৩৭ বলে ৩১ রান করেন ঋদ্ধিমান সাহা।

শেষদিকে লড়াই চালিয়েছিলেন জেসন হোল্ডার। কিন্তু ৫ ছক্কায় ২৯ বলে তার ৪৭ রানের ইনিংস হায়দরাবাদকে জেতাতে পারেনি। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২০ রানে থামে হায়দরাবাদের ইনিংস।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন