চারদিনের ম্যাচেও টাইগার যুবাদের হারিয়ে দিল আফগানিস্তান

  26-09-2021 02:57AM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতেছিল দুই ম্যাচ হাতে রেখে। তবে শেষ দুই ম্যাচে ঠিকই টাইগার যুবাদের হারিয়ে দেয় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

জয়ের সেই ধারাবাহিকতা তারা ধরে রাখলো টেস্টেও। সিলেটে চারদিনের একমাত্র টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে আফগান যুবারা।

প্রথম ইনিংসটাই সর্বনাশ করে দিয়েছে বাংলাদেশের। স্বাগতিকদের ১৬২ রানে গুটিয়ে দিয়ে ২৮১ রান তোলে আফগানিস্তান।

১১৯ রানের বড় ব্যবধানে পিছিয়ে থেকে লড়াইয়ে ফেরার আপ্রাণ চেষ্টা করেছে যুবারা। প্রান্তিক নওরোজ নাবিলের ৭৬ আর অধিনায়ক আইচ মোল্লার ৪০ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে ২২৮ রানে অলআউট হয় তারা।

ফলে আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১১০ রানের। বোলাররা প্রাণপন লড়েছেন। কিন্তু আফগান ওপেনার বিলাল সাইদি ৫৪ রানের এক ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন। শেষের দিকে উইকেট তুলে নিয়েও তাই শেষ রক্ষা হয়নি টাইগার যুবাদের।

দ্বিতীয় ইনিংসে ২টি করে উইকেট নেন রিপন মন্ডল, মুশফিক হাসান আর আইচ মোল্লা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন