একাদশে সাকিবকে রেখেই ফাইনালে কেকেআর

  15-10-2021 07:57PM

পিএনএস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের পর্দা নামবে আজ কককাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক এউইন মরগ্যান।

ফাইনালের একাদশে রয়েছেন সাকিব আল হাসান। দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইটদের দুইবারই ফাইনালের একাদশে ছিলেন সাকিব। এবার তৃতীয়বার ফাইনালেও রয়েছেন এই টাইগার অল-রাউন্ডার। যদিও সাকিবকে চলতি আইপিএলের ভারত পর্বে মাত্র ৩টি ম্যাচ খেলিয়েছিল কলকাতা। তবে শেষ দিকে আন্দ্রে রাসেলের চোটের কারণে একাদশে ফিরে দারুণ জবাব দিয়েছেন জায়গা পাকা করেন সাকিব। যথারীতি ফাইনাল ম্যাচেও খেলা হচ্ছে না রাসেলের।

এদিকে আইপিএলের গত আসরে প্রথমবার লিগ পর্ব থেকে ছিটকে পড়ে চেন্নাই সুপার কিংস। এবার সেই ধোনির নেতৃত্বেই ফাইনালে চেন্নাই। কলকাতার থেকে একবার বেশি চ্যাম্পিয়ন হওয়া চেন্নাইয়ের লক্ষ্য চতুর্থ শিরোপা। তাদের হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হবার ম্যাচটা তাই দারুণভাবে জমে ওঠার অপেক্ষা ক্রিকেট সমর্থকদের।

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াড, ফাফ ডু প্লেসিস, মঈন আলী, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক, উইকেট রক্ষক), ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জশ হ্যাজলউড।

কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, এউইন মরগ্যান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেট রক্ষক), সাকিব আল হাসান, সুনীল নারীন, শিবম মাভি, বরুণ চক্রবর্তী ও লকি ফার্গুসন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন