প্রথমবারের মতো টিকা পেয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উচ্ছ্বাস

  22-11-2021 03:33PM

পিএনএস ডেস্ক : দেশে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের (ট্রান্সজেন্ডার) টিকাদান কার্যক্রমের আওতায় এনেছে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ।

সোমবার দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জনের সম্মেলন কক্ষে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। প্রধান অতিথি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির এ কার্যক্রম উদ্বোধন করেন ।

তিনি বলেন, সাধারণ মানুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকেও টিকার আওতায় আনতে পেরেছি। এভাবে পিছিয়ে পড়া সমাজের অন্যান্য জনগোষ্ঠীকেও টিকার আওতায় আনা হবে।

এদিন প্রায় সাড়ে ৩০০ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে বলে জানায় সিভিল সার্জন কার্যালয়। টিকা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কয়েকজন। তারা বলেন, আমাদের এভাবে মূল্যায়ন করেছে সরকার, সেজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন