জাতীয় লিগে ৭ উইকেট নিয়ে মিঠুনের চমক

  24-11-2021 12:37AM

পিএনএস ডেস্ক: সবচেয়ে সমালোচিত ক্রিকেটারদের অন্যতম জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ মিঠুন আলী।

ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংটাও বেশ জানা তার। যদিও ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে অনেক আগেই বাদ পড়েছেন তিনি।

ঘরোয়া লিগে ব্যাটে সাফল্য এনেই ফের জাতীয় দলে জায়গা করে নিতে প্রত্যাশী তিনি। যদিও চলতি এনসিএলে তার ব্যাট হাসছে না। তবে বল হাতে তোলপাড় ফেলে দিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার!

৭৫ রানে নেন ৭ উইকেট নিয়েছেন তিনি!, অথচ এই উইকেটকিপার যে বল করতে পারেন সেটিই অনেকে জানেন না।

অবিশ্বাস্য হলেও সত্য যে, মঙ্গলবার বিকেএসপিতে লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে এমন দুর্দান্ত বোলিং করলেন মিঠুন।

এদিন ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭ নম্বর বোলার হিসেবে বোলিংয়ে আসেন খুলনা বিভাগের মিঠুন। টানা ২০.৫ ওভারে অফ স্পিন করেন মিঠুন। তিনি একাই ঢাকা বিভাগের ৭ উইকেট শিকার করেন।

মিঠুন যে এবারই প্রথম বোলিং করলেন তা নয়; এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ইনিংসে বোলিং করেছেন। তার উইকেট ছিল মোটে ৬টি। আর এবার এক ম্যাচেই ৭টি!

প্রসঙ্গত, এনসিএলে ৩৭৯ রানের লক্ষ্য তাড়ায় খুলনা বিভাগ বিনা উইকেটে ৭ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। রান তাড়ায় নেমে মঙ্গলবার দিনের শেষ ৯ ওভার কাটিয়ে দেন ইমরুল কায়েস (১*) ও অমিত মজুমদার (২*)। শেষ দিনে দরকার আরও ৩৭২ রান। এর আগে খুলনার প্রথম ইনিংসে থামে ২১৩ রানে।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন