পাকিস্তানের সঙ্গে সিরিজ না খেলতে ‘অনুরোধ করা হয়’ পাপনকে

  05-12-2021 01:09AM

পিএনএস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারায় পাকিস্তান। এরপর শক্তিশালী নিউজিল্যান্ডকে হারায় বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।

বিশ্বকাপে অপরাজিত থেকে সেমিফাইনালে ওঠে পাকিস্তান। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বাংলাদেশ সফরে আসে বাবর আজমরা।

বিশ্বকাপে পাকিস্তানের নান্দনিক পারফরম্যান্সের পর অনেকেই মনে করেছেন বাংলাদেশ সফরে এসেও সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। তাদের কাছে পাত্তাই পাবে না বাংলাদেশ। তাই এ মুহূর্তে পাকিস্তানের সঙ্গে না খেলার পরামর্শ দিয়েছেন অনেকেই।

এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমাকে যে কতজন, কত মানুষ অনুরোধ করেছে- এই সিরিজটা কোনোভাবে বাদ দেওয়া যায় কিনা? এখন পাকিস্তানের সঙ্গে খেললে তো শেষ হয়ে যাব। একেবারে জঘন্য অবস্থা হবে। এটা বাদ দেওয়া যায় না? বিশ্বাস করুন, এটি হলো বাস্তবতা। মানুষজন ধরেই নিয়েছে আমরা ওদের সঙ্গে দাঁড়াতেই পারব না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন