নান্নু-বাশারদের মেয়াদ কমানোর জন্য বললেন আশরাফুল

  02-01-2022 10:49PM

পিএনএস ডেস্ক : মিনহাজুল আবেদীন নান্নু-হাবিবুল বাশারদের নির্বাচক প্যানেল কাজ করছে দীর্ঘ সময় ধরে। তবে দীর্ঘ মেয়াদী নির্বাচক প্যানেল দিয়ে ক্রিকেটে সুফল ফেরানো সম্ভব নয় বলে মত দিয়েছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। সেই সাথে তিনি বাতলে দিয়েছেন সমাধানের পথও। ৩ থেকে ৪ বছর পরপর নির্বাচক প্যানেলে পরিবর্তন আনলে সফলতা পেতে পারে বাংলাদেশের ক্রিকেট, এমনটাই মত এই ক্রিকেটারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান নির্বাচক প্যানেলে থাকা মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দুদিন পেরিয়ে গেলেও এখনো নবায়ন করা হয়নি এই দুই নির্বাচকের চুক্তি। দুজনের দায়িত্ব নিয়ে এখন ধোঁয়াশা থাকলেও কাজ করার অন্তত ৭- ৮ বছর সময় পেয়েছেন নান্নু-বাশার জুটি। সেই সময়কাল নিয়ে বলছিলেন মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, তাদের যে প্রতিভা আছে তার সুফল কিন্তু ৩-৪ বছরেই আমরা পেয়ে যাবো। কিন্তু একই ব্যক্তি যদি একই কাজ ১১ বছর ধরে করতে থাকেন তবে আমরা এক জায়গাতেই আটকে যাবো।

দীর্ঘ মেয়াদের নির্বাচকে যদি সুফল না আসে তাহলে কেমন হওয়া উচিত বিসিবির নির্বাচক প্যানেল, সে প্রসঙ্গে আশরাফুল বলে, নির্বাচক প্যানেলের মেয়াদ ৩-৪ বছর হওয়া উচিত। এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপ পর্যন্ত যদি হয় প্যানেলের মেয়াদ তবে ভিন্ন চিন্তা ও ভিন্ন ধারণা আসার সুযোগ পাবে।

গুঞ্জন আছে নির্বাচক প্যানেলে আসতে যাচ্ছে পরিবর্তন। প্রধান নির্বাচক থেকে সরিয়ে দিলেও মিনহাজুল নান্নুকে দেখা যেতে পারে বিসিবির অন্য কোন পদে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন