বিপাকে বাউচার!

  22-01-2022 10:09AM


পিএনএস ডেস্ক: খেলোয়াড়ি জীবনে করা বর্ণবাদী আচরণে কঠিন পরিস্থিতিতে পড়েছেন মার্ক বাউচারকে। দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গুরুতর অসদাচরণের অভিযোগ এনেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এজন্য কোচের পদ থেকে বহিষ্কার হওয়ার আশঙ্কাও আছে তার।

সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন বিল্ডিং (এসজেএন) কমিশনের গত মাসের প্রতিবেদনের পর বাউচারকে অভিযুক্ত করে দক্ষিণ আফ্রিকার বোর্ড। সাবেক এই কিপার-ব্যাটসম্যানকে এখন সিনিয়র কাউন্সেল অ্যাডভোকেট টেরি মোটাউয়ের নেতৃত্বাধীন ডিসিপ্লিনারি শুনানির মুখোমুখি হতে হবে।

সিএসএ বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায়, অভিযোগপত্র এরই মধ্যে বাউচারকে দেখানো হয়েছে। আগামী বুধবার তিনি মোটাউয়ের সঙ্গে দেখা করবেন শুনানির সময় নির্ধারণ করতে।

উল্লেখ্য, অন্যান্য সতীর্থদের সঙ্গে কৃষ্ণাঙ্গদের উদ্দেশ্য করে গান গাওয়া ও তাদেরকে বিভিন্ন ডাকনামে ডাকার কথা স্বীকার করেছেন বাউচার। ওইসব গান গাওয়া ও ডাকনাম ব্যবহার করাই অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। পরে তিনি এর জন্য ক্ষমাও চেয়েছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন