আফগান ক্রিকেটে বিরল ঘটনা!

  24-01-2022 10:47AM


পিএনএস ডেস্ক: একই দলে ছেলে এবং বাবা। ক্রিকেটার্স বেনিফিট লিগে এ বছর একই দলের হয়ে খেললেন আফগানিস্তানের মুহাম্মদ নবী এবং তার ছেলে হাসান। ভবিষ্যতে জাতীয় দলের হয়েও সম্ভব হলে এক সঙ্গে খেলতে ইচ্ছুক নবী।

অনেক লড়াই করে ক্রিকেট শিখতে হয়েছে নবীকে। তিনি বলেন, “ছোটবেলায় আমার কিছু ছিল না। হাসানের আছে। সম্পূর্ণ আলাদাভাবে বড় হয়েছি আমরা। ওকে বলেছি আমাদের সময় এই ধরনের আধুনিক সরঞ্জাম ছিল না। ক্রিকেট খেলার পরিস্থিতিই ছিল না।”

সেখান থেকে উঠে এসে ২০০৯ সালে আফগানিস্তানের হয়ে অভিষেক ঘটে নবীর। ইচ্ছা আছে আরও কয়েক বছর খেলার।

এক সাক্ষাৎকারে নবি বলেন, “আশা করেছিলাম এক সঙ্গে খেলব। আশা করি জাতীয় দলের হয়ে খেলব। আমি এখনও আফগানিস্তানের হয়ে কয়েক বছর খেলতে পারব। বেশ কিছু লিগেও খেলব। হাসান বড় হবে। আশা করব অনূর্ধ্ব ১৯ দলে খেলবে। ক্ষমতা থাকলে জাতীয় দলের হয়েও খেলবে। প্রথমবার এক সঙ্গে খেললাম। ও বেশ চাপে ছিল। ওর প্রতিভা আছে।”

হাসানের বয়স ১৬ বছর, নবীর ৩৭। জাতীয় দলে একসঙ্গে বাবা-ছেলে খেলতে পারবে কি না তা সমেই বলে দেবে। সূত্র: ক্রিকট্র্যাকার

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন