তামিমের ৬ মাস বিরতি

  27-01-2022 06:18PM

পিএনএস ডেস্ক: আগামী ৬ মাস টি-টোয়েন্টি খেলতে চান না বলে জানিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার চট্টগ্রামে দলীয় অনুশীলনের আগে এমনটাই জানিয়েছেন তিনি।

তামিম বলেন, ‘শেষ কয়েক দিন ধরে আপনারা সবাই জানেন যে আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছে। আমার কাছে মনে হয় প্রথমেই আমি একটা জিনিস বলি আমার সঙ্গে শেষ কয়েক দিন ধরে বিভিন্নভাবে অনেক জায়গায় বৈঠক হয়েছে। সভাপতি, জালাল ভাই ও কাজী এনাম ভাইদের সঙ্গে।’

তিনি বলেন. ‘উনারা অবশ্যই চাচ্ছেন- আমি চালিয়ে যাই অন্তত বিশ্বকাপ পর্যন্ত। আমার ব্যাপারটা আলাদা ছিল। এখন দুজন মিলে যেটা ভালো হয় ওই সিদ্ধান্ত নিয়েছি। আগামী ছয় মাস আমি টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ভাবছি না। এই কয়েক মাস আমার পুরো ফোকাস টেস্ট ও ওয়ানডেতে থাকবে।’

দেশসেরা এই ওপেনার বলেন, ‘টি-টোয়েন্টির বিষয়টা হলো- ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ভাববো না। আশা করি, এই ছয় মাসে তরুণরা এত ভালো খেলবে-আমার আর প্রয়োজন পড়বে না। তারপরও ছয় মাস পর আল্লাহ মাফ করুক যদি এমন সময় আসে ক্রিকেট বোর্ড, সিলেক্টর বা টিম ম্যানেজম্যান্ট যদি মনে করে আমাকে দরকার। আমিও যদি রেডি থাকি। তখন আবার এটা নিয়ে আলাপ হবে। কিন্তু এই ছয় মাস ভাবছি না।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন