দেশের মাটিতে জয়ের প্রথম হাফ সেঞ্চুরি

  17-05-2022 01:11PM


পিএনএস ডেস্ক: চট্টগ্রামের টেস্টের তৃতীয় দিন (মঙ্গলবার) মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার দেওয়ার ৩৯৭ রানের জবাবে ব্যাট করছে স্বাগতিক দল। দ্বিতীয় দিন প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে চারশর আগে থামানোর পর তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। স্বাগতিকরা দিন শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান তুলে।

এদিকে, তৃতীয় দিনের পঞ্চম ওভাইরে রমেশ মেন্ডিসকে কাট করে বাউন্ডারি হাঁকিয়ে হাফ সেঞ্চুরির দেখা পান তামিম ইকবাল। ৭৩ বলে আসে ৩২তম হাফ সেঞ্চুরি।

এই দুজনের সৌজন্যে ১৩ ইনিংস পর টেস্টে অর্ধশত রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। এবার তাদের সামনে আরেকটি খরা কাটানোর হাতছানি।
২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষেই গলে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম ও সৌম্য সরকার। সেই থেকে এবারের টেস্টের আগ পর্যন্ত ৬১ ইনিংসে শুরুর জুটিতে আর শতরান পায়নি বাংলাদেশ। এবার কাটলো সেই খরা।

এদিকে, ক্যারিয়ারের দ্বিতীয় এবং দেশের মাটিতে প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছে মাহমুদুল হাসান জয়। ১১০ বলে ৮টি চারের মারে ফিফটি করেন এই তরুণ ব্যাটসম্যান। গতকাল থেকেই দারুণ ব্যাটিং করছেন জয়। তামিমকে সঙ্গে দিচ্ছেন এক প্রান্ত থেকে। খেলছেন দেখেশুনে।

জয়ের প্রথম হাফ সেঞ্চুরি ছিল নিউ জিল্যান্ডের মাটিতে। এরপর সেঞ্চুরি পান দক্ষিণ আফ্রিকার মাটিতে। ৫ টেস্টের ক্যারিয়ারে জয়ের দুটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন