কিউই দলে করোনার হানা

  20-05-2022 07:46PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ড সফরে থাকা নিউজিল্যান্ডের ক্রিকেট দলের তিনজন। এরমধ্যে দুজন ক্রিকেটার ও একজন কোচ রয়েছেন।

আগামী ২ জুন লর্ডসে প্রথম টেস্টের আগে দু’টি চার দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এরমধ্যে আজ থেকে সাসেক্সের বিপক্ষে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ ছিল নিউজিল্যান্ডের। এই ম্যাচকে সামনে রেখে আজ সকালে করোনা পরীক্ষা করা হয় কিউই দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের।

ওই করোনা পরীক্ষায় দুই ক্রিকেটার হেনরি নিকোলস ও ব্লেয়ার টিকনার এবং বোলিং কোচ শেন জার্গেনসন পজিটিভ হন। আক্রান্তদের হোটেলে পাঁচ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় প্রথম প্রস্তুতিমূলক ম্যাচের আগে দুজন ক্রিকেটার ও একজন জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে।

শুক্রবার সকালে করা করোনা পরীক্ষায় দলের অন্যান্য সদস্যদের ফল নেগেটিভ আসে। দরকার পড়লে আরো পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে।

ইংল্যান্ড সিরিজের জন্য প্রাথমিকভাবে ২০ জনের দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। টেস্ট সিরিজ শুরুর আগে চূড়ান্ত ১৫ সদস্যের দল ঘোষণা করবে তারা।

ইংল্যান্ডের বিপক্ষে ২ জুন প্রথম টেস্টের পর ১০ জুন দ্বিতীয় ও ২৩ জুন তৃতীয় ও শেষ টেস্ট খেলবে নিউজিল্যান্ড।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন