‘২০২৫’ পযর্ন্ত পিএসজিতেই থাকার ঘোষণা এমবাপ্পের

  22-05-2022 11:35AM

পিএনএস ডেস্ক :সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পিএসজির সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেছেন কিলিয়ান এমবাপ্পে।

রোববার ক্লাবটির ওয়েবসাইটে ঘোষণায় খবরটি নিশ্চিত করা হয়।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকতে সম্মত হয়েছেন ফরাসি তারকা। আজ পিএসজির ঘরের মাঠে মেসের বিপক্ষে ম্যাচের আগে সমর্থকদের ২০২৫ লেখা জার্সি দেখান এমবাপ্পে।

ফরাসি ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, 'পিএসজি আনন্দের সঙ্গে ঘোষণা করছে কিলিয়ান এমবাপ্পে ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেছেন। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তি করেছেন ফ্রান্সের এই স্ট্রাইকার।'

এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ না দিয়ে পিএসজিতেই থেকে যাচ্ছেন, এই গুঞ্জন বেশ আগেই শুরু হয়েছিল। ফরাসি ক্লাবটি লোভনীয় সব প্রস্তাব দিয়েছে এমবাপ্পেকে। শুধু সই করার বোনাস হিসেবেই ৩০ কোটি ইউরো, আর বছরে ১৫ কোটি ইউরো বেতনের প্রস্তাব দেওয়ার খবর জানিয়েছে ইউরোপের সংবাদমাধ্যম।

শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে এমবাপ্পে বলেছেন, 'পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেছি আমি। অবশ্যই আমি আনন্দিত। সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে এই ক্লাব আমাকে প্রয়োজনীয় সব কিছুই দেবে।'

পিএসজির সমর্থকদের ধন্যবাদ জানিয়ে এমবাপ্পে বলেছেন, 'ফ্রান্স এবং বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা পিএসজির সমর্থকদের ধন্যবাদ। বিশেষ করে গত কয়েক মাসে যেভাবে আপনারা সমর্থন দিয়েছেন। আমরা পাশাপাশি পথ চলে প্যারিসে জাদু দেখাব।'

সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে স্থানীয় সময় বিকালে ফোন করে 'না' বলে দেন এমবাপ্পে। নানা সূত্রের খবর থেকেই বোঝা গিয়েছিল রিয়ালের ভাগ্যে এমবাপ্পে-শিঁকে ছিঁড়ছে না।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন