ঢাকায় আইসিসি সভাপতি

  22-05-2022 03:29PM

পিএনএস ডেস্ক : দুই দিনের সফরে ঢাকায় এসেছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে। মূলত ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোয়ালিফায়ার দেখতে যাওয়ার পথে বাংলাদেশে এসেছেন তিনি।

রোববার (২২ মে) একটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সরাসরি হোটেলে গেছেন বার্কলে।

আইসিসি সভাপতির আসার নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তিনি। যেতে পারেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও। প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন বার্কলে।

সেখানকার সুযোগ-সুবিধা ঘুরে দেখবেন তিনি। সোমবার (২৩ মে) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের প্রথম দিনের প্রথম সেশন দেখতে।

শনিবার (২১ মে) আইসিসি সভাপতির সফর নিয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘কালকে আসবেন, আমাদের কিছু অবকাঠামো দেখবেন। শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে সফর রয়েছে উনার। হয়তো তিনি ওখানে যাবেন, কিছু আলাপ-আলোচনা হবে। ’

২০২০ সালে শশাঙ্ক মনোহরের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন সিঙ্গাপুর ক্রিকেট বোর্ড প্রধান ইমরান খাজা। এরপরই দায়িত্ব পান নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।

আগামী ২৪ মে দুই দিনের সফর শেষে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন আইসিসি প্রধান।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন