আট বছর পর টেস্ট দলে বিজয়

  16-06-2022 12:02AM

পিএনএস ডেস্ক : বৃহস্পতিবার অ্যান্টিগায় শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ম্যাচ শুরুর চব্বিশ ঘণ্টাও বাকি নেই, তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, শেষ মুহূর্তে টেস্ট দলে এনামুল হক বিজয়ের অন্তর্ভুক্তির কথা।

অ্যান্টিগায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ চলাকালীন ইয়াসির আলী রাব্বি চোটে পড়ায় শেষ হয়ে গেছে তার টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজেও খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তাই টেস্ট দলে অনেকটা বাধ্য হয়েই নিতে হয়েছে বিজয়কে।

এ নিয়ে বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়কে বাংলাদেশ টেস্ট দলে যোগ করা হয়েছে। পিঠের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া ইয়াসির আলী চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন ২৯ বছর বয়সী বিজয়।’

বিজয় ২০১৪ সালে বাংলাদেশের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন। টেস্ট দলে বিজয়কে নেয়া হলেও তিনি এখন দেশে রয়েছেন। আগামী ১৭ জুন অ্যান্টিগার উদ্দেশে বিজয় রওনা করবেন বলে জানিয়েছে বিসিবি।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ২৪ জুন সেন্ট লুসিয়াতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। মূলত শেষ টেস্টের দলে পাওয়া যাবে বিজয়কে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন