ইংল্যান্ডের ক্লাবের দায়িত্বে নিলেন জেমি ডে

  24-06-2022 04:09PM

পিএনএস ডেস্ক : গত বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে বরখাস্ত করা হয় জেমি ডেকে। ইংল্যান্ডের এই নাগরিক এবার নিজ দেশের ক্লাব সুইনডন টাউন এফসির কোচিং প্যানেলে যোগ দিয়েছেন।

জেমির কাজে সন্তুষ্ট হতে না পেরে ২০২১ সালের সেপ্টেম্বরে তাকে কোচের পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্তমানে জামাল ভূঁইয়া-আনিসুর রহমান জিকোদের কোচিং করাচ্ছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

বরখাস্ত হওয়ার পর থেকে নতুন ঠিকানার সন্ধানে ছিলেন ৪২ বছর বয়সী জেমি। অবশেষে তা মিলে গেছে তার। তবে কোনো দেশের জাতীয় দল নয়, ইংলিশ ক্লাব সুইনডনের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। গত সপ্তাহ থেকে উইল্টশায়ারের দলটিতে কাজ শুরু করেছেন তিনি।

ইংল্যান্ডের পেশাদার ফুটবলের চতুর্থ স্তরের (লিগ টু হিসেবে পরিচিত) ক্লাব সুইনডন। গত মৌসুমের লিগে তারা হয়েছিল ষষ্ঠ। ৪৬ ম্যাচে ২২ জয় ও ১১ ড্রয়ে তাদের অর্জন ছিল ৭৭ পয়েন্ট।

২০১৮ সালের মেতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন জেমি। তিন বছরের বেশি সময় লাল-সবুজ জার্সিধারীরা তার অধীনে খেলে। সবমিলিয়ে ২৯টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের ডাগআউটে ছিলেন তিনি।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন