খালেদের জোড়া আঘাতে চাপে উইন্ডিজ

  25-06-2022 11:34PM

পিএনএস ডেস্ক : সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচটিতে টাইগারদের প্রথমদিন ২৩৪ রানে অলআউট করে দিয়ে ব্যাট করতে নামে উইন্ডিজ।

তাদের শুরুটাও হয় দারুণ। প্রথমদিন বিনা উইকেটে ৬৭ রান তোলে তারা।

দ্বিতীয় দিনের শুরুটাও হয় প্রথমদিনের মতো। দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট এবং জন ক্যাম্পবেল মিলে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার দিকে আগাতে থাকেন।

তখন মনে হচ্ছিল বাংলাদেশের করা প্রথম ইনিংসের রান খুব সহজেই টপকে যাবে তারা।

তবে হঠাৎ করে বোলাররা জ্বলে ওঠেন। এখন বাংলাদেশ শিবিরকে আশা দেখাচ্ছেন বোলাররা।

দীর্ঘ অপেক্ষার পর দলীয় ১০০ রানের মাথায় ক্যাম্পবেলকে ৭৯ রানে করে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নুরুল হাসান। এরপর ওয়ানডাউনে নামা রেমন রেফারকে নিয়ে আবার পার্টনারশিপ গড়ার দিকে মনোযোগ দেন ওপেনার ব্রাথওয়েট।

কিন্তু দলীয় ১৩১ রানের মাথায় ব্রাথওয়েট-রেফারের জুটি ভেঙে দেন মেহেদি হাসান। তিনি ব্রাথওয়েটকে ৫১ রানে বোল্ড আউট করেন।

আর এরপরই জোড়া আঘাত হানেন পেসার খালেদ আহমেদ। এতে করে ভালো শুরু করা ওয়েস্ট ইন্ডিজের হঠাৎ ছন্দপতন হয়।

উইন্ডিজের ইনিংসের ৩৮তম ওভারটি করতে আসেন খালেদ। এই একই ওভারে রেমন রেফারকে ২২ এবং এনরুমাহ বোনারকে ০ রানে আউট করে দেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৫ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে ক্যারিবীয়রা। তখনও টাইগারদের চেয়ে ৮৮ রানে পিছিয়ে ছিল তারা। ২ রানে জারমাইন ব্ল্যাকউড এবং ৯ রানে কাইল মায়ার্স ব্যাট করছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন