রোহিতের অনুপস্থিতিতে টেস্ট অধিনায়ক হবেন না কোহলি

  28-06-2022 02:44PM


পিএনএস ডেস্ক : কোভিডের কারণেই গত বছর বাতিল করতে হয়েছিল টেস্ট। আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্ট শুরুর আগেই ফের দুই শিবিরেই করোনা কাঁটা। ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মার শরীরেই থাবা বসিয়েছে করোনাভাইরাস। আপাতত তিনি আইসোলেশনে।

এমন পরিস্থিতিতে তিনি খেলতে না পারলে কে দলকে নেতৃত্ব দেবেন, সেটাই এখন লাখ টাকার সওয়াল। বিকল্প হিসেবে যখন ভেসে উঠছিল ‘পুরনো সৈনিক’ বিরাট কোহলির নাম, ঠিক তখনই তার ছোটবেলার কোচ জানিয়ে দিলেন, এমন সম্ভাবনা নেই বললেই চলে।

কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মার মতে, আসন্ন টেস্টে বিরাটকে অধিনায়ক হিসেবে ভাবলে, ক্রিকেটপ্রেমীরা ভুলই করবেন।

তার কথায়, অধিনায়কত্ব থেকে বিরাটকে সরানো হয়নি। ও স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিল। তাই মনে হয় না ওকে আবার ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে। যদিও নির্বাচকরা এবং ভারতীয় বোর্ড এ নিয়ে কী ভাবছে ঠিক বলতে পারব না। বিরাট একজন টিমম্যান। সবসময় দলের ভালো চায়। নিজের সেরাটা দিতে প্রস্তুত থাকে। সেটাই ও করছে।

অর্থাৎ কোহলির ছোটবেলার কোচের কথা সত্যি হলে নির্বাচকদের জন্য কাজটা নিঃসন্দেহে আরো কঠিন হতে চলেছে।
সূত্র : সংবাদ প্রতিদিন

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন