পিএনএস ডেস্ক : জিম্বাবুয়ের বেঁধে দেওয়া ছোট লক্ষ্য বেশ অনায়াসেই পেরিয়ে গেছে বাংলাদেশ। মাঝে ৪ বলের মধ্যে লিটন দাস ও এনামুল হককে হারালেও আফিফ হোসেন ও নাজমুল হোসেন ঝুঁকি নেননি আর। জয় নিয়ে মাঠ ছেড়েছেন এই দুজন।
লিটন ৩৩ বলে ৫৬ রান করে জয়ের কাজটা সহজ করে এসেছিলেন। এর উপর ভর করে ১৫ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয়ে ৩ ম্যাচ সিরিজে সমতা আনল বাংলাদেশ। আফিফ অপরাজিত ছিলেন ২৮ বলে ৩০ রানে, নাজমুল ২১ বলে ১৯ রানে।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে পড়ে মোসাদ্দেক হোসেনের তোপে। ইনিংসের সপ্তম ওভারেই ৫ উইকেট হারায় তারা, সব কটি উইকেটই নেন মোসাদ্দেক।
এরপর সিকান্দার রাজার অর্ধশতক, রায়ান বার্লের সঙ্গে তার ৮০ রানের জুটিতে ১৩৫ রান তুলেছিল জিম্বাবুয়ে। তবে যথেষ্ট হয়নি সেটি।
পিএনএস/এমবিবি
দাপুটে জয়ে সিরিজ সমতায় বাংলাদেশ
31-07-2022 08:22PM
