জিম্বাবুয়ে শিবিরে শুরুতেই মোস্তাফিজ-শরিফুলের হানা

  05-08-2022 06:02PM

পিএনএস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের দেয়া ৩০৪ রানের বড় টার্গেট সামনে নিয়ে ব্যাট করছে জিম্বাবুয়ের ব্যাটাররা। শুরুতেই মুস্তাফিজ ও শরিফুলের বলে জোড়া উইকেট হারায় জিম্বাবুয়ে।

ইনিংসের প্রথম ওভারে স্বাগতিক শিবিরে আঘাত হানেন মুস্তাফিজ। শুরুর ওভারের দ্বিতীয় বলে সরাসরি বোল্ড আউট করেন ওপেনার রেগিস চাকাভাকে। তার পরের ওভারে এসে শরিফুল তুলে নেন মুসাকানদাকে। চাকাভা ২ ও মুসাকানদা ৪ রান করেন।

পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে শুরুতেই অনেকটা ব্যাকফুটে স্বাগতিকরা।

এখন পর্যন্ত জিম্বাবুয়ে ৪ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করে।

টি-২০ সিরিজে হারের হতাশা ফেলে এ ম্যাচে নতুন উদ্যমে শুরু করেছে টাইগাররা। যেখানে আগে ব্যাট করতে নেমে ব্যাটারদের নৈপুণ্যে বড় সংগ্রহ পেয়েছে তামিম ইকবালের দল। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০৩ রান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাভা। এর মাধ্যমে চলতি সিরিজে দুই ফরম্যাট মিলিয়ে চার ম্যাচের সবগুলোতেই টস হারের মুখ দেখে টাইগাররা।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন