পিএনএস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৮ বলের মধ্যে ৩ উইকেট হারিয়েছে চাপে পড়ে বাংলাদেশ। তবে সে চাপ সামলে ফিফটি করেছেন এনামুল হক বিজয়। এটি সিরিজে তার দ্বিতীয় ফিফটি।
মাত্র ৪৮ বলে পাঁচটি চার ও তিনটি ছয়ের ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন বিজয়।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৬২ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন বিজয়। কিন্তু দ্বিতীয় ম্যাচে আউট হন ২০ রান করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভার শেষে ৩ উইকেটে ১১৬ রান। বিজয় খেলছেন ৭৮ রান নিয়ে। মাহমুদুল্লাহ রিয়াদের সংগ্রহ ১৩ রান।
এর আগে ভালো শুরুর পর ইনিংসের অষ্টম ওভারের তৃতীয় বলে হয় সর্বনাশ। অফসাইডের দিকে খেলেই সিঙ্গেলের জন্য ডাক দেন বিজয়। সাড়া দিয়ে প্রায় মাঝ পিচে চলে যান তামিম। কিন্তু স্কয়ার অঞ্চল থেকে বলটি থামিয়ে দেন ওয়েসলে মাধভের। তার থ্রো ধরে স্ট্যাম্প ভেঙে তামিম আউট হয়েছেন ১৯ রান করে।
এরপর মাঠে নেমে গোল্ডেন ডাক নিয়ে ফিরেছেন শান্ত। একই ওভারে ৩ বল খেলে খালি হাতে ফিরে গেছেন মুশফিকুর রহিমও।
পিএনএস/আনোয়ার
চাপ সামলে বিজয়ের ফিফটি
10-08-2022 03:04PM
