পিএনএস ডেস্ক : মাস দুয়েক পরেই দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু করেছে রোহিতের নেতৃত্বাধীন দল।
২০১৩ সালের পর আইসিসির কোন ট্রফি ভারতের ঘরে যায়নি, সেই খরা মেটাতেই বিরাট কোহলিকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করা হয়েছিল। এবার রোহিতও নতুনদের নিয়ে দল গোছাতে প্রস্তুত।
ভারতের অধিনায়ক বলেন, ‘যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামী চিরদিন ভারতীয় দলে থাকবেন না। তাই আমরা অন্যদের প্রস্তুত করার চেষ্টা করছি। কীভাবে আমরা আমাদের বেঞ্চ পোক্ত করতে পারি সে বিষয়ে আমি ও রাহুল (দ্রাবিড়) ভাই কথা বলেছি। কারণ আমরা ইনজুরিসহ নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়েই যাই।’
রোহিত আরও জানিয়েছেন, কেবল একজন বা দুইজন ব্যক্তি নির্ভর দল তিনি গড়তে চান না। তিনি এমন দল গড়তে চান, যেখানে সবাই দলের জয়ে কমবেশি অবদান রাখতে পারবে। তরুণদের আরও বেশি সুযোগ দেওয়ার কথাও জানিয়েছেন রোহিত।
সেই সাথে রোহিত অভিজ্ঞদেরও গুরুত্ব দিতে চান।
পিএনএস/আনোয়ার
‘বুমরাহ-শামী আজীবন ভারত দলে থাকবে না’ বলে যে ইঙ্গিত দিলেন রোহিত
18-08-2022 01:10PM
