টি-২০তে পাওয়ার হিটিংয়ের নতুন দায়িত্বে সিডন্স

  18-08-2022 05:16PM



পিএনএস ডেস্ক : টেস্ট ক্রিকেটে মোটামুটি, ওয়ানডেতে অপ্রতিরোধ্য হলেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-২০তে যেন একেবারেই মলিন বাংলাদেশ। ২০ ওভারের এই ফরম্যাটে ম্যাচের ভাগ্যই বদলে দেয় ডট বল আর পাওয়ার হিটারের অভাব।

টি-২০-তে ঘুরে দাঁড়ানোর কৌশলে ব্যাটসম্যানদের পাওয়ার হিটিংয়ের দক্ষতা বাড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য কোচ জেমি সিডন্সের আগ্রহেই তাকে পাওয়ার হিটিংয়ের বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘এখানে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নাই। ১৩০-১৪০ করে হয়তো একটা জিতে যাবো একদিন, কিন্তু এটা আমাদের হতে পারে না। আমাদের ১৮০-৯০, ২০০ করতে হবে। এটা মাথায় রেখেই আমাদের খেলতে হবে। আমাদের যে প্ল্যান এখন চলছে এমন কোনো লক্ষণ দেখছি না। খেলার মধ্যেও দেখি না। সেজন্য কী করা যায় এটা নিয়ে আলাপ করছিলাম। তখন জেমি এসে বলল ও নাকি এটাতে খুব আগ্রহী।’

পাপন আরো বলেন, ‘কদিন আগে জিমি (সিডন্স) আমার বাসায় এসেছিলেন। কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা একটা পাওয়ার হিটিং কোচ নিয়ে আলোচনা করছিলাম। তখন জিমি বলল ওর নাকি এটাতে বিশেষত্ব আছে। কেবল এশিয়া কাপ না, আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ। কারণ, ওইটা আরও চ্যালেঞ্জিং। কারণ, ওইটা অস্ট্রেলিয়ায়।’

আজ হঠাৎ মিরপুরে অনুশীলন দেখতে আসার কারণ প্রসঙ্গে পাপন বলেন, ‘যেহেতু এশিয়া কাপে দল যাচ্ছে। যাওয়ার আগে জেমি ইতোমধ্যেই চলে এসেছে, ওর সঙ্গে বসেছিলাম। শুনলাম এখানে অনুশীলন হচ্ছে, কয়েকজন করছে। কী করছে, না করছে, পাওয়ার হিটিংয়ের ওপর কাজ করছে, এসব নিয়ে আলাপ হয়েছে। আমরা চিন্তা করছিলাম পাওয়ার হিটিংয়ের জন্য বাইরে থেকে বিশেষ কাউকে নিয়ে আসব।’

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন