‘আগে অপরিহার্য কিছু নাম ছিল, এখন তা নেই’

  29-09-2022 09:03AM



পিএনএস ডেস্ক: টি-২০ বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। এক মাসেরও কম সময় বাকি। আসরের দলগুলো শেষ বেলায় প্রস্তুতি সেরে নিচ্ছে। দলগুলোর কেউ ঘরের মাঠে, কেউ আবার বাইরে ২০ ওভারের ম্যাচ খেলে নিজেদের ভুলত্রুটিগুলো শুধরে নিচ্ছে। বাংলাদেশও এর বাইরে নেই। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলে গতকাল দেশে ফিরেছেন নুরুল হাসান সোহানরা। ২০ ওভারের বিশ্বকাপের শেষ প্রস্তুতি নিতে আগামীকাল টাইগাররা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

এমন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান সাফ জানিয়ে দিয়েছেন, দলে জায়গা পাকা আছে এমন ভাবনা নিয়ে থাকলে যেকোনো ক্রিকেটারই ভুল করবে। পারফরম্যান্স খারাপ করলে যে কারোরই বাদ পড়তে হবে। আগে দলে অপরিহার্য কিছু নাম ছিল। এখন তা নেই। পারফরম্যান্সের ওপরই মূল্যায়িত হবে দলে জায়গা।

বুধবার (২৮ সেপ্টেম্বর) মিরপুরে নাজমুল হাসান বলেছেন, ‘ওরা কাকে খেলাবে আমি এখনো নিশ্চিত না। আগে যেমন অপরিহার্য কিছু নাম ছিল, এখন আর অপরিহার্য বলে কিছু নেই। অপশনগুলো অনেক বেশি এখন। এটা একটা ভালো দিক।’

সম্প্রতি মুস্তাফিজের বোলিংয়ে তেমন ধার নেই। শেষ দিকে বেশ ব্যয়বহুল হয়ে যাচ্ছেন বাঁহাতি পেসার। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো করতে না পারায় দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হয়েছিল। এর আগে এশিয়া কাপে তার পারফরম্যান্স ছিল আঁটসাঁট। তার বোলিং নিয়ে বোর্ড প্রধান উদ্বিগ্ন হলেও শিগগিরিই ফর্মে ফিরবে বলে বিশ্বাস করেন, ‘মুস্তাফিজ তো নিঃসন্দেহে আমাদের এক নম্বর পছন্দ। আমাদের ধারণা সে কামব্যাক করবে, উচিত। যে মেজর শক্তি ওর ছিল সেটা ইদানিংয়ের ম্যাচে ওর থেকে দেখছি না। তবে সে ফিরবে, ঠিক হয়ে যাবে।’

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ ওপেনিংয়ে এখনও থিতু হতে পারেননি কেউ। মিরাজ সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিলেন সাব্বির উল্টো পথে। নাজমুল হাসান পাপন জানালেন, দলের আদর্শ সমন্বয় পেতে আসন্ন ত্রিদেশীয় (নিউজিল্যান্ডে) সিরিজেও নানান কিছু বাজিয়ে দেখবেন তারা, ‘আসলে ওপেনিং পরীক্ষা করে চেষ্টা করছে তারা। আমি যখন প্রথম শুনলাম আজকে নামবে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির। আমি তো অবাক। আমি খালি বলেছিলাম—আমি কখনো সাব্বিরকে ওপেন করতে শুনিনি, দেখিনি। আমার ধারণা এইগুলা ট্রায়াল দিচ্ছে, চেষ্টা করছে। নিউজিল্যান্ডে গিয়ে আরও কিছু চেষ্টা করবে। তারপর ঠিক করবে। বিশ্বকাপে যে দলটা খেলবে। এটাকেই আমরা কন্টিনিউ করব টানা এক বছর পরের বিশ্বকাপ পর্যন্ত।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন