বাবরের রেকর্ডের ম্যাচে পাকিস্তানের হার

  01-10-2022 12:28AM

পিএনএস ডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম হাজার রান ছোঁয়ার পথে ভারতীয় তারকা বিরাট কোহলির সঙ্গে ইঁদুর দৌড় লাগিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এই ফরম্যাটের ক্রিকেটে হাজার রান ছোঁয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকলেও দুই হাজার রানের মাইলফলক অর্জন করার ক্ষেত্রে ঠিকই এগিয়ে যান বাবর।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজারের মাইলফলক ছোঁয়ার পথে কোহলিকে পেছনে ফেলতে পারেননি বাবর। বরং কোহলির সমান ৮১ ইনিংসে তিন হাজার রান পূর্ণ করেছেন বাবর। তাও ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচে এসে।

কোহলিকে ছোঁয়ার রাতে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিত বাবরের পাকিস্তান। তবে ইংলিশ ক্রিকেটার ফিল সল্টের ব্যাটিং তাণ্ডবে বড় হারই দেখলো পাকিস্তান।

লাহোরে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে বাবরের ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৭ রানে ভর করে ৬ উইকেটে ১৬৯ রান তোলে পাকিস্তান। তবে সল্টের তাণ্ডবে ইংলিশরা এই রান তাড়া করে ৩৩ বল হাতে রেখে। সল্ট ৪০ বলে করেন ১৩ চার ও ৩ ছয়ে অপরাজিত ৮৭ রান।

এই ম্যাচে ব্যক্তিগত ৫২ রানের মাথায় গ্লেসনকে ছয় হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রান পূর্ণ করেন বাবর।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন