মারাত্মক আঘাতে মাঠের বাইরে ইরানের গোলরক্ষক

  21-11-2022 07:50PM

পিএনএস ডেস্ক : কাতার বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছে ইরান। দলটির মূল গোলরক্ষক মারাত্মক আঘাত পেয়ে মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হয়েছেন।

ম্যাচের ১৯ মিনিটের মধ্যেই এক পরিবর্তন করতে হয়েছে ইরানকে। মূল গোলরক্ষক আলি রেজা বিয়ার্নভান্দের পরিবর্তে মাঠে নেমেছেন হোসেন হোসেইনি।

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের ৮ম মিনিটে ইংল্যান্ড ডানপ্রান্ত দিয়ে দারুণ এক আক্রমণ করে। ট্রিপিয়ের ফ্রি কিক থেকে ডান প্রান্তে হ্যারি কেইনকে বল দেন। সেখান থেকে দারুণ ক্রসে বল ইরানের ডি-বক্সে ঢুকান তিনি।

তবে সেই বলটি কেউই স্পর্শ করতে পারেনি। মাঝখান দিয়ে ইরানের গোলরক্ষক আলি রেজা ডিফেন্ডার হোসেনের সঙ্গে আঘাত পান। দীর্ঘক্ষণ শুশ্রুষা নিয়ে খেলার চেষ্টাও করেন তিনি। তবে ম্যাচের ১৯তম মিনিটে আর না পেরে মাঠ ছাড়েন ইরানের এই গোলরক্ষক।


পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন