যে মন্ত্র ব্রাজিলকে এনে দিতে পারে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা!

  24-11-2022 11:08AM




পিএনএস ডেস্ক: ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি জয়ের মিশনে শুরুতেই সার্বিয়ার মুখোমুখি হচ্ছেন নেইমাররা। কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ স্থানীয় সময় রাত ১০টায় মাঠে নামছেন তিতের শিষ্যরা। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান নানা রকমের ডাটা ব্যবহার করে দাবি করেছে, এবারের বিশ্বকাপের ট্রফিটা ব্রাজিলের ঘরেই যাচ্ছে! কম্পিউটার নাকি তা-ই বলছে। ফুটবল বিশেষজ্ঞরাও এক নম্বরে রাখছেন নেইমার-ভিনিসাস-রদ্রিগোদের ব্রাজিলকে। এই দল এমন ভারসাম্যপূর্ণ এক দল, যারা সমন্ত্রণের পরিস্থিতিই সামাল দেওয়ার ক্ষমতা রাখে। এর কারণও আছে। দীর্ঘ সময় ধরে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিতে। ২০১৬ সাল থেকে। টানা দুটি বিশ্বকাপে বিশ্বের অন্যতম সেরা ফুটবল দলের কোচ হিসেবে উপস্থিত থাকা সত্যি বিশেষ কিছু।

তিনি বারবার ফুটবলারদের বলতে থাকেন, ‘খেলাটা আনন্দ নিয়ে খেলো। তবে দলের জয়ের ভূমিকা রাখো।’ গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেও একই কথা বললেন তিতে, ‘আমি দলের সবাইকে বলেছি, চাপ নিও না। নিজেকে উজাড় করে দিয়ে খেলো। বিশ্বকাপটা উপভোগ করো।’

উপভোগের এই মন্ত্রই হয়তো ব্রাজিলকে এনে দিতে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা! ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। সর্বশেষ তারা বিশ্বকাপ জয় করেছে ২০০২ সালে। এশিয়ার মাটিতে (জাপান-দক্ষিণ কোরিয়ায়)। এরপর বহু বছর কেটে গেছে। দুই দশক। ব্রাজিল আর বিশ্বকাপের ফাইনালও খেলতে পারেনি। এই সময়ের মধ্যে ২০১৪ সালে সেমিফাইনাল খেলাই ছিল তাদের সেরা ফল। তবে দীর্ঘ সময় পর ব্রাজিল আরও একটা দল পেয়েছে বিশ্বকাপ জয় করার মতো। গোলরক্ষক অ্যালিসন বর্তমান ফুটবলে সেরাদের একজন। ডিফেন্সের থিয়াগো সিলভা, মারকুইনহস, ড্যানিলো, এডার মিলিটাওদের পাশাপাশি আছেন ৩৯ বছরের অভিজ্ঞ দানি আলভেস। মিডফিল্ডে কাসেমিরো, ফ্রেড, পাকেতাদের সঙ্গে থাকবেন নেইমারও। মূলত ফরোয়ার্ড লাইনের হলেও নেইমারকে এবার অ্যাটাকিং মিডফিল্ডেই রাখতে পারেন ব্রাজিল কোচ তিতে। ফরোয়ার্ড লাইনে থাকবেন ভিনিসাস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুস, রডরিগো, পেড্রো ও রাফিনহারা। তিতে এমন এক দল পেয়েছেন, যাদের বিশ্বকাপ জয়ের মতো সম্ভাব্য সব যোগ্যতাই রয়েছে। এবার কেবল অপেক্ষা মাঠের লড়াইয়ের। সেখানে নিজেদের মেলে ধরতে পারলে ব্রাজিলের হেক্সার আশা এবার পূরণ হতেই পারে!

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন