পিএনএস ডেস্ক : কাতার বিশ্বকাপে রাতে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল সমর্থকরা এবারের শিরোপা যাত্রাকে নামকরণ করেছে ‘হেক্সা’ হিসেবে। কাতার বিশ্বকাপ জিতলেই দলটির জন্য হবে ষষ্ঠতম।
ব্রাজিল কোচ তিতে এই ম্যাচের জন্য একাদশটা ইতোমধ্যে সাজিয়ে ফেলেছেন। সেই একাদশ সংবাদ মাধ্যমে ফাঁস হওয়ার গুঞ্জনও আছে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কুইনহস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, ফ্রেড, ক্যাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন।
পিএনএস/শাওন
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
24-11-2022 11:22PM
