কাতারের আগে আর কোন আয়োজক দেশ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল?

  26-11-2022 09:08AM




পিএনএস ডেস্ক: চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল আয়োজক দেশ কাতার। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের আয়োজক দেশ গ্রুপ পর্ব পার হতে পারল না। ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও একই অবস্থা হয়েছিল। প্রথমবার বিশ্বকাপ খেলতে নামলেও দেশের সমর্থকদের হতাশা উপহার দিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে যায় কাতার। শুক্রবার দ্বিতীয় ম্যাচে তারা সেনেগালের কাছে হারল ৩-১ গোলে। শেষ ম্যাচ খেলতে হবে গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

গ্রুপে দুই অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রতিপক্ষ পেয়েও কাজে লাগাতে পারল না কাতার। এশিয়ার বাকি দেশগুলো যেখানে বিশ্বকাপে চমক দেখাচ্ছে, সেখান কাতারকে বিদায় নিতে হল এক ম্যাচ বাকি থাকতেই।
২০১০ বিশ্বকাপে প্রথম ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ১-১ ড্র করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল উরুগুয়ে। দিয়েগো ফোরলানের জোড়া গোলে শাবালালার দল হেরে যায় ৩-০ ব্যবধানে। তৃতীয় ম্যাচে অবশ্য চমকে দেয় তারা। ২০০৬-এর বিজয়ী ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয়। গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী মেক্সিকোর সঙ্গে একই পয়েন্ট (৪) থাকলেও গোলপার্থক্যে তৃতীয় স্থানে শেষ করে দক্ষিণ আফ্রিকা। এক পয়েন্ট নিয়ে ফ্রান্স শেষ করে সবার নিচে থেকে।

দক্ষিণ আফ্রিকা তবু ফ্রান্সকে হারিয়েছিল। কাতারের সামনেও সুযোগ রয়েছে অঘটনের। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ ম্যাচে যদি চমকে দিতে পারেন আলমোয়েজ আলিরা, তা হলে অন্তত মাথা উঁচু করে বিদায় নিতে পারবে তারা। কারণ, এরপর কবে বিশ্বকাপে দেখা যাবে তাদের, সেটা কেউই জানেন না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন