ইনজুরিতে থাকা নেইমারের সমালোচনায় কাকা

  26-11-2022 03:58PM

পিএনএস ডেস্ক : গোড়ালির চোটে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার। ব্রাজিলের সামনের দু'টি ম্যাচ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। এতে ইনজুরি কাটিয়ে তার ফেরার আশায় যখন ক্ষণ গুণছেন ব্রাজিল সমর্থকরা, তখন নেইমারের সমালোচনায় মাতলেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার কাকা।

তার দাবি, এই টুর্নামেন্ট তাকে জ্বলে ওঠার মঞ্চ দিয়েছে এবং নিশ্চিতভাবেই সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ার আগে সেভাবে জ্বলে উঠতে পারেনি সে। ইতিবাচক দিক হলো, সে মাঠ থেকে উঠে যাওয়ার পর ব্রাজিল খুবই ভালো খেলেছে।

কাকা আরও বলেন, প্রথমে আমার কাছে গুরুতর ইনজুরি মনে হয়নি। তবে যে বিষয়টি আমাকে উদ্বিগ্ন করে তা হলো আঘাত পেলেও নেইমার সবসময়ই খেলতে চায়। এবার সেটা করেনি। সে উঠে যেতে চেয়েছে। আমার কাছে তা খুবই অদ্ভুত লেগেছে এবং টুর্নামেন্টের বাকি অংশে যা ব্রাজিলের উপর প্রভাব ফেলতে পারে।

যদিও নেইমারকে নিয়ে আশাবাদী কাকা। তিনি বলেন, ‘আমি আশা করি, পরের ম্যাচের আগে সে সুস্থ হয়ে উঠবে কারণ, তার খ্যাতির জন্য বিশ্বকাপ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। ’


পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন