যে ফরমেশনে খেলতে পারে বেলজিয়াম-মরক্কো

  27-11-2022 03:38PM




পিএনএস ডেস্ক: কাতার বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে জয় পাওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছে বেলজিয়াম। অন্যদিকে প্রথম ম্যাচে ড্রয়ে কিছুটা চাপে রয়েছে মরক্কো। নকআউট পর্বে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। তবে কাগজে-কলমে এগিয়েই থাকছে এডেন হ্যাজার্ডের দল।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় বেলজিয়াম অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে। বেলজিয়ামের সোনালি প্রজন্মের তারকা রোমেলু লুকাকু এই ম্যাচেও খেলতে পারবেন না। এই ম্যাচে ৩-৪-২-১ ফরমেশনে খেলতে পারে বেলিজিয়ানরা। তাই দলকে এগিয়ে নেওয়ার গুরুদায়িত্ব সামলাবেন হ্যাজার্ড-ডি ব্রুইনারা। তাদের সঙ্গ দেবেন প্রথম ম্যাচে গোল করা মিচি বাতশুয়াইয়ে।

অন্যদিকে হাকিম জিয়েশ, আশরাফ হাকিমি সুযোগ তৈরি করতে চাইবেন এই ম্যাচে। এ ছাড়া নিখুঁত ফিনিশিংয়ে ভূমিকা রাখতে পারেন ইউসেফ এন-নেসিরি-সোফিয়ান বোফাল। ৪-৩-৩ ফরমেশনে একাদশ সাজাতে পারে মরক্কো।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন