দুঃস্বপ্নের বিশ্বকাপে ডাচদের বিপক্ষে মাঠে নামছে কাতার

  29-11-2022 09:31PM

পিএনএস ডেস্ক : কেবল মাত্র স্বাগতিক বলেই প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পেয়েছে কাতার। তবে প্রথমবার বিশ্বমঞ্চে মাঠে নেমে রীতিমতো বিধ্বস্ত হয়েছে স্বাগতিক কাতার। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হেরেছে কাতারের ফুটবলাররা।

এ ছাড়াও ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম স্বাগতিক দেশ হিসেবে টানা দুই ম্যাচ হেরে বাদই পড়ে গেছে আরবের এই দেশটি। দুঃস্বপ্নের এই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ (২৯ নভেম্বর) মাঠে নামছে কাতারিয়ানরা। প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের শীর্ষ দল নেদারল্যান্ডস।

ইতোমধ্যে ডাচদের পরবর্তী রাউন্ড প্রায় নিশ্চিত হয়ে গেছে। আজ কাতারের বিপক্ষে জিতলে বা ড্র করলেও পরবর্তী রাউন্ডে উঠে যাবে দলটি। এই ম্যাচে মিডফিল্ড এবং স্ট্রাইকিং পজিশন শক্ত রেখেই আক্রমণে যাবে ডাচরা। তারা খেলছে ৩-৪-১-২ ফরমেশনে। অন্যদিকে এই ম্যাচেও ডিফেন্সিভ মুডে খেলবে কাতার। তারা মাঠে নামছে ৫-৩-২ ফরমেশনে।


পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন