‘ক্ষুব্ধ’ রোনালদো! হারাতে পারেন নেতৃত্ব

  06-12-2022 10:51AM



পিএনএস ডেস্ক: কাতার বিশ্বকাপে আজ শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড-পর্তুগাল। দুই দলই জয় পেতে মরিয়া। তবে আলোচনা-সমালোচনার কেন্দ্রে এখন ক্রিশ্চিয়ানো রোনালদো। দক্ষিণ কোরিয়ার কাছে হারের ম্যাচে মাঠ থেকে আগেভাগে উঠিয়ে নেওয়ায় তিনি ক্ষোভ ঝারেন, যা পছন্দ করেননি পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। ধারণা করা হচ্ছে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে অধিনায়কত্ব হারাতে পারেন তিনি, এমনকি জায়গাও।

দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হারের ম্যাচে ৬৫তম মিনিটে রোনালদোর বদলি নামানো হয় আন্দ্রে সিলভাকে। মেজাজ হারান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রোনালদো ঠোঁটে আঙুল দিয়ে কাউকে চুপ করতে বলছেন। চোখেমুখে রাগ। ক্যামেরায় তাকে বলতে দেখা যায়, ‘আমাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার এত তাড়া ছিল তার।’

বদলি হয়ে মাঠ ছাড়ার সময় দক্ষিণ কোরিয়া খেলোয়াড় চো গুয়ে-সুংয়ের সঙ্গে তর্কও করতে দেখা গিয়েছিল রোনালদোকে। সান্তোসের চোখে এসব কিছুই তখন ধরা পড়েনি। ম্যাচ শেষে তিনি জানতে পারেন এসব।

মাঠ থেকে উঠিয়ে নেওয়ায় রোনালদোর প্রতিক্রিয়ার ভিডিও ফুটেজ সম্পর্কে জানতে চাইলে কোচ বলেন, ‘জবাব দুই ভাগে দেওয়া যাক। ম্যাচ শেষ হওয়ার ঠিক পরে আমি সঙ্গে সঙ্গে একটা সাক্ষাৎকার দিলাম, তারপর গেলাম সংবাদ সম্মেলনে। সেখানে আমি যা বলেছি, সেটাই এখন বলবো: মাঠে আমি কিছু শুনিনি। আমি অনেক দূরে ছিলাম। তাকে শুধু একজন দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে তর্ক করতে দেখলাম, আর কিছু না।’

সান্তোস আরও বলেন, ‘আমি ফুটেজ দেখেছি কি না? হ্যাঁ, আমি এটা পছন্দ করিনি। একদমই পছন্দ করিনি। তবে ওই ইস্যু ওখানেই শেষ। রুদ্ধদ্বারে এসব সমস্যার সমাধান হয়ে গেছে। এখানেই এ ব্যাপারে দাঁড়ি টানছি। এখন সবাই কালকের ম্যাচ নিয়ে ভাবছে।’

সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে রোনালদোর অধিনায়কত্ব কিংবা দলে জায়গা হারানোর গুঞ্জন নিয়ে সান্তোস বলেছেন, ‘আমি শুধু ড্রেসিংরুমেই দলকে জানাই, কারা খেলবে। আমরা যখন স্টেডিয়ামে, তখন দলে কারা কারা থাকবে জানতে পারবে। এটা সবাই জানে। আমি আসার পর থেকে এটা করছি। আগামীকালও তেমনটা হবে।’


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন