কোয়ার্টার ফাইনাল মেসি বনাম আমার লড়াই নয় : ফন ডাইক

  08-12-2022 04:08PM

পিএনএস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে কোয়ার্টার ফাইনালে শুক্রবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। অনেকের মতে, লড়াইটা হবে ফরোয়ার্ড মেসি ও সেন্টার ব্যাক ফন ডাইকের মধ্যে। কিন্তু এমন দাবি নাকচ করে দিলেন ডাচ ডিফেন্ডার। লুসাইল স্টেডিয়ামে মেসি হুমকি কীভাবে সামাল দেবেন, এনিয়ে প্রশ্নবাণে জর্জরিত নেদারল্যান্ডসের ক্যাপ্টেন।

সংবাদ সম্মেলনে ফন ডাইক বললেন, ‘এটা মেসি বনাম আমার কিংবা নেদারল্যান্ডসের নয়, লড়াইটা নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনার।’ মেসিকে নিয়ে দুশ্চিন্তায় কি না প্রশ্নে তিনি বলেন, ‘দুশ্চিন্তা নেই। কিন্তু আর্জেন্টিনা ম্যাচে কী করতে পারে সেটা নিয়ে সতর্ক। তারা অসাধারণ খেলোয়াড়দের নিয়ে দারুণ একটি দল। ম্যাচের সব বিভাগে আমাদের ভালো করতে হবে।’

তিনবার বিশ্বকাপের ফাইনালে হারা ডাচদের এবার শিরোপা জেতাতে চান ফন ডাইক, ‘ক্ষুধা, স্বপ্ন এবং একটা অনুভূতি আছে যে আমরা সত্যিই এটা চাই (বিশ্বকাপ)। যখন আপনি কোয়ার্টার ফাইনালে, তখন গৌরবোজ্জ্বল অর্জন থেকে আর মাত্র তিন ম্যাচ দূরে। এটা আমাদের সুযোগ। কিন্তু অবশ্যই আমাদের সর্বকালের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া আর্জেন্টিনা দলকে অতিক্রম করতে হবে।’


পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন