পিএনএস ডেস্ক : অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ওয়ানডে ক্রিকেটে ২০২২ সালে দারুণ পারফরম্যান্স করেন তিনি। যার স্বীকৃতি হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
আজ মঙ্গলবার আইসিসির ওয়েবসাইটে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বর্ষসেরা ওয়ানডে একাদশ :
বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জামপা।
পিএনএস/শাওন
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ
24-01-2023 02:55PM
