পিএনএস ডেস্ক : পোল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ এই পর্তুগিজ কোচ।
পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেজারে কুলেসা মঙ্গলবার (২৪ জানুয়ারি) খবরটি জানান। এর আগের দিন কুলেসা টুইটারে সান্তোসের সঙ্গে তার একটি ছবি শেয়ার করে বলা যায় অনানুষ্ঠানিকভাবে খবরটি জানিয়ে দেন। সান্তোসকে জাতীয় দলের কোচ হিসেবে পেয়ে খুব খুশি পোল্যান্ড ফুটবল। সংবাদ সম্মেলনে উচ্ছ্বাস প্রকাশ করলেন কুলেসা ।
তিনি বলেন, আমরা এমন একজন কোচ চেয়েছিলাম, যার জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা আছে, যাতে তাকে এখানে এসে কাজ শিখতে না হয়। সবকিছুর ঊর্ধ্বে, আমরা সফল একজন কোচ চেয়েছিলাম, আজ তেমন একজন কোচকেই নিয়োগ দেওয়া হলো।
পিএনএস/শাওন
পোল্যান্ডের দলের দায়িত্ব নিলেন সান্তোস
25-01-2023 06:15PM
