পিএনএস ডেস্ক : বার্সেলোনার কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার জাভির জন্মদিন আজ। ৪৩-এ পা দিলেন বর্তমানে কাতালানদের কোচ। মাঝ মাঠের এই সাবেক খেলোয়াড়ের জন্ম ১৯৮০ সালের ২৫ জানুয়ারি, স্পেনের তেরেসায়।
বার্সার হয়ে সব মিলিয়ে ৭৬৭ ম্যাচ খেলেছেন জাভি। গোল করেছেন ৮৫টি। স্পেন জাতীয় দলের হয়ে
১৩৩ ম্যাচে ১২ গোল। ২০১৯ সালে তিনি খেলোয়াড়ি জীবনের ইতি টানেন।
পিএনএস/শাওন
কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার জাভির জন্মদিন
25-01-2023 09:55PM
