সুপার কাপ আয়োজনের স্বত্ব হারালো কাজান

  26-01-2023 08:00PM

পিএনএস ডেস্ক : আগস্টে নতুন ফুটবল মৌসুমের প্রথম ম্যাচ সুপার কাপ আয়োজনে রাশিয়ান শহর কাজানকে দায়িত্ব দেয়া হলেও তা বাতিল করেছে উয়েফা। ইউক্রেনে চলমান রাশিয়ান আগ্রাসনের কারণে উয়েফা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

২০১৮ বিশ্বকাপের স্বাগতিক শহর ছিল কাজান। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের বিজয়ীদের মাঝে মৌসুম শুরুর এই ম্যাচটি এই শহরেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য ম্যাচটির নতুন ভেন্যু হিসেবে এথেন্সের জর্জিয়াস কারাইসকাকিস স্টেডিয়ামের নাম ঘোষণা করা হয়েছে। ইউরোপীয়ান সর্বোচ্চ সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়।

গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর থেকে রাশিয়ান জাতীয় দল উয়েফা ও ফিফার সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ আছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও বিভিন্ন ক্রীড়ার সর্বোচ্চ সংস্থাকে নির্দেশ দিয়েছে রাশিয়াকে যেন কোন ম্যাচ বা টুর্নামেন্টের স্বাগতিক করা না হয়।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন