পিএনএস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শততম ম্যাচ খেলার কীর্তি গড়েছেন মাশরাফি বিন মর্তুজা। শনিবার (২৮ জানুয়ারি) বিপিএলের ২৮তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শততম ম্যাচটি খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি।
অবশ্য তার আগে এই রেকর্ড ছুঁয়েছেন তিনজন। তারা হলেন, উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম, এনামুল হক ও ইমরুল কায়েস। চলতি আসরেই তারা এ নজির গড়েন।
২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মাশরাফি। আসরের ১০০ ম্যাচের মধ্যে অধিনায়ক হিসেবে ৯৭টিই খেলেছেন। এর মধ্যে ৩৪টিতে হারলেও জয় পেয়েছেন ৬১টি ম্যাচে। বিপিএলের অধিনায়ক হিসেবে চারবার চ্যাম্পিয়নও হয়েছেন।
পিএনএস/আনোয়ার
বিপিএলে মাশরাফির ‘সেঞ্চুরি’
29-01-2023 03:20PM
