তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ ঘানার জাতীয় দলের ফুটবলার

  06-02-2023 11:53PM

পিএনএস ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাড়ছে লাশের সারি। কান্নার শব্দে ভারী হচ্ছে চারপাশ। স্মরণকালের অন্যতম এ প্রাকৃতিক দুর্যোগে এরই মধ্যে মৃত্যু ছাড়িয়ে দুই হাজারেরও বেশি।

এদিকে ভয়াবহ এ ভূমিকম্পের ঘটনায় নিখোঁখ রয়েছেন ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। বিষয়টি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব নিউ ক্যাসল কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিউক্যাসল জানিয়েছে, ‘ক্রিশ্চিয়ান আতসুর জন্য প্রার্থনা করুন। যেন কিছু ভালো খবর পাওয়া যায়।’

৩১ বছর বয়সী এ ফুটবলার তুর্কি ক্লাব হাতায়স্পরের হয়ে বর্তমানে খেলছিলেন। এর আগে বছর পাঁচেক এর মতো ইংলিশ ক্লাব নিউ ক্যাসল মাতিয়েছেন আতসু।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আতসুর সঙ্গে ক্লাবটির ডিরেক্টর তানের সাভুতও নিখোঁজ রয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন