বিপিএল নিয়ে যা বললেন আজম খান

  07-02-2023 09:51AM



পিএনএস ডেস্ক: চলমান বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন পাকিস্তানের ইতিহাসে অন্যতম সেরা উইকেটরক্ষক মঈন খানের ছেলে আজম খান। এখন যদিও দেশে ফিরে গেছেন তিনি। ৯ ম্যাচে ২২৬ রান করে বাংলাদেশে রেখে গেছেন নিজের ছাপ। আসরের প্রথম সেঞ্চুরিটি আসে তার ব্যাট থেকেই। অবশ্য সেটি শুধু বিপিএল নয়, আজমের টি-টোয়েন্টি ক্যারিয়ারেরই প্রথম সেঞ্চুরি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেছিলেন ৫৮ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১০৯ রানের ইনিংস।

বাবার মতো তিনিও উইকেটরক্ষক। আজম খান বলেন, ‘আমি আমার বাবাকে দেখেই ক্রিকেট খেলা শুরু করি। তাকে মাঠে দেখা এবং টিভিতে তার খেলা দেখা আমার জন্য অনু্প্রেরণাদায়ক ছিল। এজন্য ক্রিকেটকে বেছে নেওয়া। আমার পড়াশোনার কোনো পরিকল্পনা ছিল না। আমার শুরুর পরিকল্পনাই ছিল ক্রিকেট খেলা। আমি এখন বিশ্বজুড়ে খেলছি। উঠা-নামার মধ্য দিয়ে ভালো সময় যাচ্ছে আমার।’

আজম খানের কাছে বিপিএল দারুণ একটি টুর্নামেন্ট। তিনি বলেন, ‘আমি মনে করি, এটা দারুণ একটা টুর্নামেন্ট। বিশেষ করে বাংলাদেশি তরুণ ক্রিকেটারদের জন্য একটা বড় একটি টুর্নামেন্ট। এ ধরনের প্রতিযোগিতায় খেলে তারা অনেক কিছু শিখবে। নিশ্চয়ই জানেন এখানকার উইকেট কঠিন। উপমহাদেশে যখন খেলবেন তখন কঠিন উইকেটই পাবেন।’

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন