সহকারী কোচ হিসেবে বিদেশি কাউকেই খুঁজছে বিসিবি

  08-02-2023 01:13AM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে আবারো ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। এর আগে হাথুরুর ফেরার ঘোষণার দিনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন ইংল্যান্ড সিরিজের আগে টাইগারদের সহকারী কোচও পেয়ে যাবে তারা। গুঞ্জন ছিল হাথুরুসিংহের সহকারী হিসেবে দেশি কোচদের কথা ভাবছে বিসিবি।

তবে হাথুরুর সহকারী দেশি কোচ হওয়ার সেই গুঞ্জন এবার উড়িয়ে দিলেন পাপন। বোর্ড সভাপতি নিশ্চিত করলেন দেশি নয়, বরং সহকারী কোচ হিসেবে বিদেশি কাউকে খুঁজছেন তারা। মিরপুর শেরে-ই বাংলার মাঠে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নিজেই।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আসলে আমরা এখন পর্যন্ত যেটা করেছি, সেটা হচ্ছে আমরা আপাতত খুঁজছি একজন বিদেশি কোচ সহকারী হিসেবে বা ওই ধরনের কিছু একটা। এটার পেছনে কারণ হচ্ছে যেটা আপনাদের আগে অনেকবার বলেছি যে, যে পরিমাণ খেলা একজনের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আরেকজন যদি থাকে, তাহলে হবে কী, যে হেড কোচ তার সঙ্গে আরেকজন থাকলে চিন্তা-ভাবনা, পরিকল্পনা, এসব কিছুতে একটা মিল থাকবে।’

পাপন যোগ করেন, ‘আমরা চাই না একেকজন...। কারণ কন্টিনিউয়াস খেলা, এমন না যে মাঝখানে বিরতি আছে, ওদের আবার আরেকভাবে তৈরি করা হবে। এজন্য একটা সমন্বয় রাখার জন্য আমরা এটা চিন্তা করেছি, একটা বিদেশি কোচ খুঁজছি। এটা নিয়েই আমরা কথা বলছি। আশা করছি সিরিজের আগেই একটা সিদ্ধান্তে আসতে পারব।’

হাথুরুসিংহের সহকারী হিসেবে শ্রীধরন শ্রীরামের নামও রয়েছে নিশ্চিত করে পাপন বলেন, ‘শ্রীধরন শ্রীরাম আমাদের তালিকায় আছে।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন