অনুশীলনে আঘাত পেয়ে হাসপাতালে মিরাজ

  17-03-2023 03:17PM

পিএনএস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। সফরের শুরুতে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল ১৮ মার্চ।

এজন্য একদিন আগেই সিলেটে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে আজ সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে গা গরমের জন্য ফুটবল খেলছিল টাইগাররা। এ সময় গুরুতর চোট পেয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এজন্য দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মাঠে অনুশীলনের সময় টাইগার পেসার হাসান মাহমুদের একটি কিক হঠাৎ করে মিরাজের বুকে এসে লাগে। এরপর বুকে হাত দিয়ে মাঠেই বসে পড়েন এই অলরাউন্ডার। বাংলাদেশ দলের ফিজিও বাইজিদুল ইসলাম এসে কিছুক্ষণ মিরাজের অবস্থা দেখাশোনা করেন। পরে মিরাজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন