বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আয়ারল্যান্ড

  20-03-2023 02:10PM

পিএনএস ডেস্ক : সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে সাকিব-তামিমরা। আজ টস ভাগ্য তামিমের পক্ষে ছিল না। আয়ারল্যান্ড টস জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ১-০ ব্যবধানে জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৮৩ রানের বড় ব্যবধানে আইরিশদের হারিয়েছে তামিমরা। আজকে জয়ের ধারায় থেকে সিরিজ বগলদাবা করতে চায়।

আর আয়ারল্যান্ড চাইছে আজকের ম্যাচ জিতে সিরিজ সমতায় আনতে। এমন চিন্তা-ভাবনা যখন দুই দলের, তখন তাদের সামনে প্রধান প্রতিপক্ষ হিসেবে এসে দাঁড়িয়েছে বৈরি আবহাওয়া। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই শুরু হচ্ছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। তবে দুপুরের দিকে আকাশে রোদের ঝিলিক দেখা গেছে।

প্রথম ম্যাচেও টস জিতেছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। দ্বিতীয় ম্যাচে এসেও টস জিতলেন তিনি এবং প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানালেন আয়ারল্যান্ড অধিনায়ক। নিজেরা বেছে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাই দলে মাত্র একটি পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন