মাইলফলক স্পর্শ করে সাজঘরে লিটন

  20-03-2023 04:35PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশের নবম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন লিটন কুমার দাস।

লিটনের আগে এই রেকর্ড গড়েন তামিম ইকবাল (৮১৬৯), সাকিব আল হাসান (৭০৭৭), মুশফিকুর রহিম (৬৯৪৫), মাহমুদউল্লাহ রিয়াদ (৪৯৫০), মোহাম্মদ আশরাফুল (৩৪৬৮), ইমরুল কায়েস (২৪৩৪), শাহরিয়ার নাফীস (২২০১), হাবিবুল বাশার সুমন (২১৬৮)।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায় আগে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে স্কোর বোর্ডে ৪২ রান জমা করে সাজঘরে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল।

তিনি ৩১ বলে ২৫ রান করে সাজঘরে ফেরার আগে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৫ হাজারি ক্লাবের সদস্য হয়ে যান।

তামিম আউট হওয়ার পর লিটন ফিফটি পূর্ণ করার মধ্য দিয়ে ওয়ানডেতে দেশের নবম ক্রিকেটার হিসেবে ২ হাজারি ক্লাবের সদস্য হন। ২৫.৬ ওভারে দলীয় ১৪৩ রানে সাজঘরে ফেরেন লিটন। তার আগে ৭১ বলে তিন চার আর সমান ছক্কার সাহায্যে খেলেন ৭০ রানের ঝলমলে ইনিংস।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন