পিএনএস ডেস্ক : ওয়ানডে ক্যারিয়ারে নিজের নবম শতক পূর্ণ করলেন মুশফিকুর রহিম। ৬০ বলে ১৪টি চার ও দুই ছক্কায় শতক রান পূর্ণ করেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দূততম সেঞ্চুরি রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।
এর আগে এ রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের দখলে। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার।
সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সতর্ক শুরুর পর তামিম ইকবাল দ্রুত ফিরলেও অর্ধশতক তুলে নিয়েছেন আরেক ওপেনার লিটন দাস। তার পর ফিফটি করেন নাজমুল হোসেন শান্ত।
তবে এ ম্যাচে নিজেকে আলাদাভাবে চেনান মুশফিকুর রহিম। টি-২০ ধাঁচে খেলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। লেগ স্টাম্পের ওপর করা নিচু ফুল টস ডেলিভারি মিড উইকেটের দিকে ঠেলে দিয়ে ১ রান নিলেন মুশফিকুর রহিম। পৌঁছে গেলেন একশ রানে। হেলমেট খুলে গর্জন দিয়ে সারলেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরির উদযাপন।
বাংলাদেশের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি :
মুশফিকুর রহিম -৬০ বল - প্রতিপক্ষ আয়ারল্যান্ড - সিলেট - ২০২৩
সাকিব আল হাসান - ৬৩ বল - প্রতিপক্ষ জিম্বাবুয়ে- বুলাওয়ায়ো - ২০০৯
পিএনএস/এমবিবি
নতুন মাইলফলকে মুশফিক
20-03-2023 06:27PM
