পিএনএস ডেস্ক : পবিত্র রমজান মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) খেলায় দেওয়া হবে ইফতারের জন্য বিরতি। ফলে ম্যাচের মধ্যেই ইফতারের সময় হলে রোজা সম্পূর্ণ করার সুযোগ পাবেন মুসলিম ফুটবলাররা।
আন্তর্জাতিক ফুটবলের জন্য এখন বিরতিতে আছে ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইউরোপের ক্লাব ফুটবল। ১ এপ্রিল থেকে মাঠে ফিরবে ইংল্যান্ডের ক্লাবগুলো। তখন চলবে পবিত্র রমজান মাস। রোজা রেখেই খেলে থাকেন প্রিমিয়ার লিগে খেলা মুসলিম খেলোয়াড়রা।
তাই তারা যেন নির্বিঘ্নে ইফতার করার মাধ্যমে নিজেদের রোজা সম্পূর্ণ করতে পারেন, সেই ব্যবস্থা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ম্যাচের মধ্যেই ইফতারের সময় হয়ে এলে রেফারিরা খেলা থামিয়ে সুযোগ করে দেবেন খাওয়ার জন্য।
বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে অনেকেই খেলে থাকেন প্রিমিয়ার লিগে, যাদের মধ্যে আছেন মুসলিম তারকারাও। মোহামেদ সালাহ, রিয়াদ মাহরেজ, এনগোলো কান্তে যাদের মধ্যে অন্যতম। রোজা রেখেই খেলে থাকেন এই তারকারা।
পিএনএস/শাওন
খেলা থামিয়ে ইফতার করতে পারবেন ফুটবলাররা
22-03-2023 03:11PM
