ফ্রান্সের দায়িত্ব নিচ্ছেন বিশ্বকাপে মেসিদের হারানো সৌদি কোচ

  31-03-2023 02:12AM

পিএনএস ডেস্ক : কাতারে ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের দেশটি ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। সৌদি আরবের এই জয়ের পেছনের নায়ক হিসেবে সবচেয়ে বেশি যে লোকটির অবদান ছিল, তিনি হলেন কোচ হার্ভ রেনার্ড।

সৌদি আরবের সঙ্গে ফরাসি এই কোচের চুক্তির মেয়াদ বাকি ছিল প্রায় পাঁচ বছর। কিন্তু তার অনেক আগেই সৌদি আরবের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দিলেন রেনার্ড। ফলে সৌদি ফুটবলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ৫৪ বছর বয়সী এই কোচ। এরপর তিনি নিজ দেশ ফ্রান্সের নারী ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন।

বুধবার (২৯ মার্চ) এক বিবৃতি দিয়ে দুই পক্ষের সমঝোতায় চুক্তি বাতিল করা হয়েছে বলে জানানো হয়। ফলে ফ্রান্স নারী দলে কগিন দিয়াকের স্থলাভিষিক্ত হবেন হার্ভ রেনার্ড। চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নারী ফুটবল বিশ্বকাপে ফরাসিদের কোচ হিসেবে ডাগ-আউটে দাঁড়াবেন তিনি।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন