দীপিকাতে মুগ্ধ ক্রিস গেইল!

  25-05-2023 02:07AM

পিএনএস ডেস্ক: ক্রিকেটপ্রেমী সবার কাছে ক্রিস গেইল অতি পরিচিত এক নাম। ব্যাট হাতে মাঠে ঝড় তোলে প্রায়ই আলোচনায় থাকতেন তিনি। আইপিএল, বিপিএল মাতানো এই ক্যারিবীয় তারকা ক্রিকেটার এবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে মন্তব্য করে আলোচনায়।

ক্রিকেট মাঠের এক সময়ের ব্যস্ত তারকা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ‘ওহ ফাতিমা’ গানের প্রচারে। গানটি ভারতীয় ও জ্যামাইকান সঙ্গীতের মিশ্রণ। এই গান নিয়ে কথা বলতে গিয়ে দীপিকার প্রতি নিজের ভালো লাগার কথা জানান গেইল।

দীপিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দীপিকার সঙ্গে দেখা করেছি। চমৎকার একজন মানুষ তিনি। আমি একটি গানে তার সঙ্গে নাচতে চাই।’

ক্রিকেট পরবর্তী জীবনে গানের জগতে পা রাখার কারণও জানান গেইল। করোনাকালীন সময়েই গানের প্রতি তার ভালোবাসা তৈরি হয়ে বলে জানান এই তারকা। গেইল বলেন, ‘করোনাকালীন সময়ে যখন আমরা সবাই ঘরবন্দি ছিলাম। ওই সময়ে আমার এক বন্ধু বলে চলো একসঙ্গে গান করি। গানটি করে আমি মুগ্ধ হয়েছি। জ্যামাইকার মানুষরাও এটি পছন্দ করেছেন। তারপর আমরা আরেকটি গান রেকর্ড করি। এমনকি বাড়িতে নিজের একটি স্টুডিও গড়ে তুলেছি, যাতে সংগীতপ্রেমীদের কাজে আসে। ক্রিকেট ক্যারিয়ারে কখনো ভাবিনি আমি কখনো গান গাইব।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন