পারল না ডর্টমুন্ড, বায়ার্নের টানা ১১তম শিরোপা

  27-05-2023 10:47PM

পিএনএস ডেস্ক : নাটকীয়তায় ভরা একটি দিন পার করেছে বুন্দেসলিগা। ২০১১-১২ মৌসুমের পর বরুশিয়া ডর্টমুন্ডের শিরোপা জয়ের স্বপ্নে গুড়ে বালি দিয়ে টানা ১১তম শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ।

শনিবার (২৭ মে) মাইঞ্জের কাছে ২-১ গোলে হেরেছে ডর্টমুন্ড। অন্যদিকে কোনের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে বায়ার্ন। লিগের শেষ ম্যাচে মাঠে নামার আগে দুদলের মধ্যে পয়েন্ট ব্যবধান ছিল ৩। এগিয়ে থাকা ডর্টমুন্ড কেবল হার এড়াতে পারলেই পেতো চ্যাম্পিয়নের স্বাদ। কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা পারেনি।

বায়ার্নের জন্য চলতি মৌসুমের শিরোপা দখলে নেয়া ছিল প্রায় অসম্ভব। কারণ লিগের শেষ ম্যাচে শুধু তাদের জিতলেই হতো না, প্রার্থনা করতে হতো ডর্টমুন্ডের হারও। কিন্তু লিগের নয়ে থাকা একটি দলের বিপক্ষে বরুশিয়ানরা হারবে সেটা ভাবাও ছিল অকল্পনীয়। অবশ্য শেষ পর্যন্ত দিনটা স্বপ্নের মতোই পার করেছে বায়ার্ন।

তাতে ১১ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয় বরুশিয়ানদের। আর টানা ১১তম শিরোপা ঘরে তুলে নেয় বায়ার্ন। এ নিয়ে বুন্দেসলিগায় মোট ৩২ শিরোপা ঘরে তুলেছে বাভারিয়ানরা।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন